বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি দীর্ঘ কয়েক বছর ধরে অনেক নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এরপরও দেশের এই বৃহত্তম রাজনৈতিক দলটির কয়েকজন সংসদ সদস্য জাতীয় সংসদে গিয়ে নানা বিষয় নিয়ে বক্তব্য দেন। তেমনি আজ সোমবার জাতীয় সংসদে গিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। এ সময় তিনি জাতীয় সংসদে নির্বাচনের বিষয় নিয়েও বক্তব্য দেন। তার সেই সকল বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকে আওয়ামী লীগের সংসদ সদস্যরা। তার বক্তব্যের বিষয়ে বিস্তারিত প্রকাশ পেল।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ করছেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। তিনি তাদের বলেন, আমাকে কথা বলতে দিন, অধৈর্য হবেন না, মাননীয় স্পিকার আমাকে কথা বলতে দিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ কথা বলেন। সোমবারের অধিবেশনে স্পিকার ড. শিরীন শর্মি চৌধুরী সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই।
হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩০ নভেম্বর অনুষ্ঠিত হলেও কোনো ভোট হয়নি। নির্বাচনের আগে সংসদে প্রধানমন্ত্রীর নজরে এনে নির্বাচন সুষ্ঠু করার দাবি জানিয়েছিলাম। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যাতে নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ যাতে ভোট দিতে পারে। নির্বাচনের দিন আমি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। কোনো ভোট ছিল না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিতর্ক কম হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ আজ রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবে। নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই।
হারুনুর রশীদ এ সময় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান, চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনে অনিয়ম-দু’র্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাব। স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচন সুষ্ঠু হবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনে নানা রকম অভিযোগ উঠে আসে। আর এই সকল অভিযোগ সম্পর্কে প্রায় সময় বিএনপি নেতারা বক্তব্য দেন। তেমনি আজ সোমবার বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদে গিয়ে বেশ কিছু বক্তব্য দেন। তবে তার বক্তব্যের সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। আর এই প্রতিবাদের মধ্যেও তিনি তার বক্তব্য তুলে ধরেন।
Leave a Reply