Home | রাজনীতি | পুনর্নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার বামজোটের মানববন্ধন |নিউজ

পুনর্নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার বামজোটের মানববন্ধন |নিউজ

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানিয়েছেন, ভোট ডাকাতির প্রতিবাদ এবং অবিলম্বে পুনর্নির্বাচনের দাবিতে আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো কাপড় বেঁধে মানববন্ধন করবে গণতান্ত্রিক বামজোট।

তিনি বলেন, ‘একটি ধর্ষণের ঘটনা থেকেই আওয়ামী লীগের চরিত্র পরিষ্কার হয়ে গেছে। নৌকায় ভোট না দেয়ায় খুন-ধর্ষণ হতে হচ্ছে।’

নির্বাচন পরবর্তী কোনো কর্মসূচি থাকছে কিনা- জানতে চাইলে বুধবার জাগো নিউজকে এ সব কথা বলেন সিপিবি সভাপতি।

সেলিম বলেন, ‘পুনরায় সুষ্ঠু ভোট এবং এ সরকারের পতনের দাবিতে আমরা আগামীকাল প্রথম কর্মসূচি ঘোষণা করেছি। প্রেস ক্লাবের সামনে কালোকাপড় বেঁধে আমরা মানববন্ধন করব। মানববন্ধনে সবাইকে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচকে ‘ভুয়া নির্বাচন’দাবি করে তিনি বলেন, ‘এ নির্বাচনে চরমভাবে মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে। আওয়ামী লীগের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে রাত থেকেই ভোট ডাকাতি করেছে। এর আগে কখনো এমন ভোট ডাকাতির ঘটনা ঘটেনি। ন্যূনতম লজ্জা থাকলে এভাবে সরকার গঠন করা যায় না।’

সেলিম বলেন, ‘এমন জালিয়াতি করে ক্ষমতায় এসে কিছুই সরকারের নিয়ন্ত্রণে থাকবে না। দুঃশাসন আরও ভয়াবহ রূপ নেবে। অন্যায়কারীরা আরও বেপরোয়া হবে। কারণ সরকার নিজেই অন্যয় নির্বাচন করে ক্ষমতায় থাকতে চাইছে।’

বামপন্থী এ নেতা বলেন, ‘এ নির্বাচনে কী হয়েছে, তা নোয়াখালীর চরে ওই ধর্ষিতার আহাজারিতে প্রকাশ পাচ্ছে। নৌকায় ভোট না দেয়ার অপরাধে চার সন্তানের মাকে যখন গণধর্ষণ করা হয়, তখন দেশের অন্য জায়গার চিত্রও সামনে ভেসে ওঠে। এক অন্ধকারে জগতে দেশকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনার সরকার। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবি বামজোটের।’

এএসএস/এনডিএস/এমএস

About admin

Check Also

ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল কী প্রমাণ করে?

সারা দেশে যখন বিএনপির ভূমিলীন পরাজয় ঘটেছে তখন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফল ভিন্ন বার্তা দেয়। এখানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *