মটো”রোলা সর্বপ্র”থম মোবাইল ফোনে ফিঙ্গার”প্রিন্ট সেন্সর ব্যবহার শুরু করে ।২”০১১ সালে তারা”ই প্রথম অ্যাট্রিক্স মডেলের ফোনে ফি”ঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহা”র করে। সে সময়ের হার্ডওয়্যারের” কার্যক্ষমতা খুব কম হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট সে”ন্সর ব্যবহারের চেয়ে পিন কোড ব্যবহার করাটাই ছিল সহজ ও দ্রুত। ফলে এ সুবিধা আর জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর ২০”১৩ সালে অ্যাপল তাদের ‘আইফোন ৫এস’-এ নতুন সেন্সর সমৃদ্ধ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে।
সেটির আঙুলের ছাপ শনাক্ত করার দক্ষতা ও গতি” যথেষ্ট দ্রুত” হওয়ার ফ”লে এর জনপ্রিয়তা বৃদ্ধি ”পেতে থাকে। শুধু সেটের স্ক্রিন আনলকই নয়, সেটির মাধ্যমে ওয়েবসাইট ও অন্যান্য” অ্যাপে পাসওয়ার্ড দেওয়ার সু”বিধা”ও ছিল।
এরপর থেকে ফিঙ্গার” প্রিন্ট সেন্সরের” প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পেতে থাকে। এসব সফলতাই আরো দ্রুতশীল ও নির্ভুল সেন্সর তৈরির জন্য মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি গবেষণা করতে উদ্বুদ্ধ করে।” সেই ধারাবাহিকতায় স্বল্পমূল্যের মোবাইল সেটগুলোতেও এখন ফিঙ্গারপ্রিন্ট সে”ন্সর ব্যবহার করা সম্ভব হয়েছে।”
Leave a Reply