পাকি”’স্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ ”জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজি”স্ট্রেট আদালতে” নালিশি মামলা দায়ের ”করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
আইন”জীবী মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে পাকিস্তানে উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এ বিষয়ে বিকেলে আদেশ দেওয়া হবে
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে” নালিশি মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।আইনজীবী মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বাংলাদেশের মিরপুরের ”একাডেমি মাঠে” পাকিস্তানে উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
”
এ বিষয়ে বিকেলে আদেশ দেওয়া হবে|এর আগে গেল বৃহস্পতিবা””র মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় পাকিস্তানের পতাকা ওড়ানোর জন্য শাস্তি দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে পাকিস্তানের পতাকা পুড়িয়ে এ দাবি জানানো হয়।পতাকা ওড়ানোর ঘটনায় নীরব ভূমিকার জন্য বিসিবি
সভাপতি নাজমুল হাসান পাপনের অপসার”ণের”ও দাবি তুলেছে সংগঠনটি।ভাস্কর রাশা বলেন, “পতাকা বিধি লঙ্ঘন করে খেলার মাঠে পাকিস্তানের পতাকা ওড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনার বিষয়ে বিসিবির নীরবতা ”আমাদের”কে হতাশ করেছে। বিসিবির চেয়ারম্যান ”নাজমুল হাসান পাপনকে অবশ্যই দেশের জনগণের নিকট জ”বাবদিহি করতে হবে।রে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পা”দক” মো. আল মামুন ও মুক্তিযু”দ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও মানববন্ধনে বক্তব্য দেন।উল্লেখ্য, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে”
পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদে”শের মাটিতে পা রেখে সোমবার (১৫ নভেম্বর) প্রথম দিনের অনুশীলন করেন হাফিজ-শাহিনরা।সেদিন মিরপুরে পাকিস্তান দলের নেট প্র্যাকটিস করার সময় অভিনব একটি জিনিস ধরা পড়ে” সবার চোখে। শের-ই-বাংলা অ্যাকাডেমির পশ্চিম-উত্তর কো”ণে নেটের দুদিকে নিজেদের ”জাতীয় পতাকা টানিয়ে ব্যাট-বোলিং প্র্যাকটিস করতে থাকেন পাকি”স্তানি ক্রিকেটাররা।
Leave a Reply