উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও ভারতের ক্ষমতাসীন বি’জেপির নেতা যো’গী আদিত্যনা’থ বলেছেন,– যদি তালেবান ‘ভারতে’র দিকে’ এগোয় ‘তাহলে ‘একটি’ বিমান হাম’লা চালানোর ‘প্রস্তুতি রয়েছে’।’ সামাজিক প্রতিনিধি সম্মেলনে রোববা’র তিনি এ মন্তব্য ‘করেন। খবর এ’নডিটি’ভির
ওই স’ম্মে’লনে ভারতের প্রধা’নমন্ত্রী নরে’ন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তি’নি। যো’গী বলেন,– ‘’আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ শক্তিশালী; !কোনো দেশের সাহস নাই যে ভারতের দিকে চোখ তুলে তাকায়।তিনি ‘বলেন, ‘এখন পাকিস্তা’ন ও আফগানি’স্তান তালে’বানের কারণে ‘বিরক্ত। ত’বে তালেবান এটা জানে যে-, যদি তারা ভারতের দিকে এগি’য়ে আ’সে, তবে এক’টি বিমান হামলা প্রস্তুত রয়ে’ছে।’
উত্তর প্রদেশের বিজেপি ইউনিটের পক্ষ’ থেকে প্রকা’শিত এক বিবৃতিতে জানানো’ হয়, যোগী ‘আদিত্যনাথ বিরোধী দল এসবিএসপির সমালোচনা করেছেন। তিনি দলটির প্রধান ওম প্রকাশ রা’জবীরের ‘সমালোচনা’ করে বলেন, ‘তার (রাজ’বীর) ভাবনা কেবল ‘নিজের পরি’বারের উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ।
তিনি বলেন, ‘–যখন বাবা চাচ্ছেন মন্ত্রী হতে, ছেলে চাচ্ছে সংসদ সদস্য হতে, আর আরেকজন এমএলসি। এসব লোকে’র ব্লাকমেইলিংয়ের দোকান অবশ্যই বন্ধ করতে হবে। ।
Leave a Reply